ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নবনির্বাচিত ৯টি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের নারী সদস্য ও সাধারণ ওয়ার্ড সদস্যগণদের শপথ গ্রহণ অনু্ষ্ঠান অনু্ষ্ঠিত হয়েছে।এবং ২য় পর্বে সরাইল উপজেলার ৯ টি ইউনিয়ন পরিষদের পূর্বতন চেয়ারম্যানকে বিদায় ও উপজেলার ৯ টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কে বরণ অনু্ষ্ঠিত হয়েছে। আজ ১৭ জানুয়ারি, সোমবার সকালে ১০ ঘটিকায় সরাইল উপজেলা পরিষদ প্রাঙ্গণে নবনির্বাচিত ৯টি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের নারী সদস্য ও সাধারণ ওয়ার্ড সদস্যগণদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এ সময় ১০৮ জনকে শপথ বাক্য পাঠ করান সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরিফুল হক মৃদুল।উক্ত শপথ গ্রহণ অনু্ষ্ঠানে অংশ নেন ২৭ জন সংরক্ষিত আসনের নারী সদস্য ও ৮১জন সাধারণ ওয়ার্ডের সদস্য । এ সময় অনুষ্টানে উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, সরাইল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যন মোঃ আবু হানিফ, সরাইল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যন রোকেয়া বেগম, সরাইল উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, সরাইল থানার ওসি (তদন্ত) মোঃ শেহাবুর রহমান, এছাড়াও উপজেলার ৯টি ইউপির সদ্য নির্বাচিত চেয়ারম্যান ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।