নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের চকরিয়ায় ১৪৪ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠাগার প্রতিষ্ঠার লক্ষে রুম টু রিড এর প্রায় দেড় লক্ষ বই বিনা মূল্যে বিতরণ করা হয়েছে।
সোমবার চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের মোহনা কনফারেন্স রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এক ব্যাপক বর্নাঢ্য বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত।
প্রধান অতিথি ছিলেন, শূদ্ধাচার পুরষ্কারে ভূষিত শিক্ষাবান্ধব, চকরিয়ার জনহৈতিষী, মেধাবী, কর্মচঞ্চল উপজেলা নির্বাহী অফিসার, সৈয়দ সামশুল তাবরীজ। ঢাকা মহানগর প্রাথমিক শিক্ষা কমিটির অন্যতম সাবেক সদস্য, রুম টু রিড এর লিটারেসি ফেসিলিটেটর আফজালুর রহমান রিপন এর প্রানবন্ত উপস্থাপনায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করীম সাঈদী, ইউনিসেফ হোস্ট কমিউনিটি প্রজেক্টের ম্যানেজার মঞ্জুরে এলাহী আলমাজী, লিটারেসি ফেসিলিটেটর আফজালুর রহমান রিপন, সহকারি উপজেলা শিক্ষা অফিসার আবু জাফর, মোহাম্মদ মনিরুজ্জামান, পালাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুরে জান্নাত প্রমুখ।
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি,প্রেসক্লাব সভাপতি জাহেদ চৌধুরী, প্রজেক্ট অফিসার, কারিকুলাম এন্ড ট্রেনিং মাসুম আহমেদ, প্রজেক্ট অফিসার রক্তিম বড়ুয়া,১৪৪ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, রুম টু রিড চকরিয়া উপজেলার সকল পর্যায়ের স্টাফগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ১৪৪ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগনের মাধ্যমে প্রতি বিদ্যালয়ে পাঠাগার প্রতিষ্ঠার লক্ষে সহস্রাধিক বই করে মোট ১ লক্ষ ৪৫ হাজারের অধিক প্রায় ৪ কোটি টাকা মূল্যের রুম টু রিড প্রকাশিত ও বাজার থেকে কেনা ১২৪ টাইটেলের শিশুতোষ আকর্ষণীয় গল্পের বই বিনা মূল্যে বিতরণ করা হয়েছে।
প্রধান অতিথি সৈয়দ শামসুল তাবরীজ সনেট বলেন, রুম টু রিড প্রদত্ত চমৎকার শিশুতোষ গল্পের বইগুলো সৃজনশীলতা, শব্দভান্ডার বৃদ্ধি এবং পাঠাভ্যাস তৈরীতে ব্যাপক ভূমিকা রাখবে। তাঁর অনুরোধে উপজেলা শিক্ষা অফিসারের আবেদনের প্রেক্ষিতে চকরিয়ার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে একটি করে সমৃদ্ধ পাঠাগার তৈরীতে একসঙ্গে প্রায় দেড় লক্ষ বই বিনামূল্যে প্রদান করায় রুম টু রিড কে ধন্যবাদ জ্ঞাপন ও এর কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন।