পৌর ডিগ্রি কলেজ ছাত্রদলের ছাত্রীবিষয়ক সম্পাদক হলেন মুক্তি

শিক্ষাঙ্গন, 29 October 2025, 41 বার পড়া হয়েছে,

মো. আজহার উদ্দিন,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রি কলেজ ছাত্রদলের ছাত্রীবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন খাদিজা আক্তার মুক্তি।

বুধবার (২৯ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের স্বাক্ষরিত প্যাডে ২১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেন সংগঠনের আহ্বায়ক শাহিনুর রহমান শাহীন ও সদস্য সচিব সমীর চক্রবর্তী।

খাদিজা আক্তার মুক্তি শহরের শেরপুর এলাকার আবু তাহেরের কন্যা এবং ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রি কলেজের ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের ছাত্রী। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক সহ-দপ্তর সম্পাদক মোহাম্মদ ইয়াছিন আহামেদ রাজের ছোট বোন।

দলের দায়িত্ব পাওয়ায় মুক্তি বলেন, “ছাত্রদলের আদর্শ বুকে ধারণ করে সংগঠনের কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই।”