মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আয়োজনে শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে।
শুক্রবার (১০ ডিসেম্বর) সকালে চান্দপুর তমিজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আমীর মো গোলাম ফারুক। এ সময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোবারক হোসেন। সদর উপজেলা মাছিয়াতা ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সভাপতি নাদির হোসেনের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি ছিলেন, মো. আমির হামজা ভূইয়া, মো.দ্বীন ইসলাম ভূইয়া, মাওলানা মো. ইয়াছিন মিয়া প্রমূখ।
এ সময় বক্তারা বলেন,বাংলাদেশ জামায়াতে ইসলাম নবনময়ই মানুষের কল্যানে কাজ করেছে। আজকের এ কম্বল বিতরণের মাধ্যমে আমরা শুধুমাত্র এখানে মেহমান হয়ে আপনাদের জন্য কিছু উপহার নিয়ে এসেছি। জামায়াতে ইসলাম ভবিষ্যতে সবার ঘরে ঘরে কম্বল সবার ঘরে ঘরে পৌঁছে দিবে। মানুষের কল্যানে কাজ করে জামায়াতে ইসলাম। আমরা আজকে এসেছি কম্বল বিতরণের মাধ্যমে সবার সবার সুখ দুঃখ ভাগাভাগি করে নিবার জন্য।এ সময় শতাধিক কম্বল বিতরণ করা হয় শীতার্তদের মাঝে।শীতার্থ মানুষ কম্বল পেয়ে এ খুশি হন।