নাগরিক ঐক্য ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

ব্রাহ্মণবাড়িয়া, 16 December 2024, 40 বার পড়া হয়েছে,

আব্দুল্লাহ আল-নাঈম,ব্রাহ্মণবাড়িয়া : ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের আত্মার প্রতি স্মৃতি সৌধ, ব্রাহ্মণবাড়িয়ায় গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন নাগরিক ঐক্য, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা। ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক ঐক্যের আহবায়ক জনাব মোঃ আব্দুস ছাত্তার এর নেতৃত্বে এসময় আরো উপস্থিত ছিলেন মোঃ সিরাজুল ইসলাম ফাহিম, সদস্য সচিব, জেলা কমিটি, মো: ফারুক মজুমদার, আহবায়ক ও মাসুদ রানা, সদস্য সচিব সদর উপজেলা কমিটি, মোঃ শাওন, সমন্বয়ক, জেলা নাগরিক যুব ঐক্য সহ অন্যান্যরা।

এসময় এক প্রতিক্রিয়ায় জেলা নাগরিক ঐক্যের আহবায়ক বলেন ” বিজয় বরাবরই আনন্দের, উৎসবের। জনগণ আজ জাতির জীবনের এই গৌরবময় অধ্যায়ের আনন্দে মেতেছে। এই ২৪ সালে ৩৬ জুলাই আমরা আরো একটি বিজয় অর্জন করেছি। জনগণ বরাবরই শোষণ আর বৈষম্যের বিরুদ্ধে নিজেদের বিজয়ী অবস্থান ধরে রাখতে তাজা রক্তস্রোত মাড়াতে পিছপা হয় না। দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ ও আইনের শাসন প্রতিষ্ঠা দেখতে জনগণ আজ উন্মুখ হয়ে আছে। মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ার প্রত্যয়ে জননেতা মাহমুদুর রহমান মান্না’র নেতৃত্বে নাগরিক ঐক্য তার গনতান্ত্রিক লড়াই অব্যাহত রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।