মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বিগত কয়েক দিনে কোটি টাকা মূল্যের বিপুল পরিমানে ভারতীয় অবৈধ চোরাচালানী মালামাল, মাদকদ্রব্য এবং আসামী আটক করেন।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর বিভিন্ন বিওপি/ক্যাম্প ২৭ নভেম্বর হতে ৪ ডিসেম্বর পর্যন্ত বিগত কয়েক দিনে নিয়মিত এবং বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় উন্নতমানের শাড়ী, প্রসাধনী সামগ্রী, ভারতীয় ঔষধ, খাদ্য সামগ্রী, অন্যান্য চোরাচালানী মালামালসহ সর্বমোট-২২,২২৮ পিস, ভারতীয় কিসমিস, রসুন, ভারতীয় চিনি- ৫৯৭ কেজি, ভারতীয় ইয়াবা ট্যাবলেট-৯১৮৩ পিস, ইস্কফ, ফেন্সিডিল, ভারতীয় হুইস্কি ৬০০ বোতল, ভারতীয় সিগারেট- ৮০৮০ প্যাকেট, ভারতীয় গাঁজা-১৯২.৭০০ কেজি আটক করেন।
আটককৃত মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামালের সর্বমোট সিজার মূল্য এক কোটি চব্বিশ লক্ষ বাইশ হাজার পাঁচশত আশি টাকা। আটককৃত ভারতীয় চোরাচালানী মালামাল আখাউড়া কাস্টমস্ অফিসে জমা এবং মাদকদ্রব্যসমূহ সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসকে অবগত করে পরবর্তীতে ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়ন সদরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া ও মাধবপুর সীমান্ত দিয়ে যাতে ভারত হতে যে কোন প্রকার চোরাচালানী মালামাল এবং মাদকদ্রব্য বাংলাদেশে প্রবেশ করতে না পারে। সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অভিযান চলমান থাকবে।