ব্রাহ্মণবাড়িয়ায় তাবলীগ জামাতের (সাদপন্থী) পক্ষ থেকে প্রধান উপদেষ্টা বরাবর স্বারকলিপি প্রদান 

ব্রাহ্মণবাড়িয়া, 2 December 2024, 13 বার পড়া হয়েছে,
মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় তাবলীগ জামাতের (সাদপন্থী) পক্ষ থেকে প্রধান উপদেষ্টা বরাবর স্বারকলিপি প্রদান করা হয়েছে।
সোমবার (২ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসনের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর এ স্বারকলিপি প্রদান করা হয়। এ সময় সাদপন্থীদের পক্ষে  উপস্থিত ছিলেন, মাওলানা আনিসুর রহমান, মো. শাহ আলম, মো.জাহিদ হোসেন প্রমূখ ।
স্বারকলিপিতে দেশের সকল মসজিদে বাধাহীনভাবে তাবলীগের কাজ পরিচালনার সুযোগ দিতে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করা হয়।
এছাড়া আসন্ন এজতেমায় মাওলানা সাদ যাতে বাংলাদেশে আসতে পারেন, সে ব্যাপারে পদক্ষেপের দাবী জানান তারা।