ব্রাহ্মণবাড়িয়ায় পূজা মন্দিরে হামলা, ধর্মীয় অনুভূতিতে আঘাত ও চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার-১

ব্রাহ্মণবাড়িয়া, 27 October 2025, 32 বার পড়া হয়েছে,
মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় পূজা মন্দিরে হামলা, ধর্মীয় অনুভূতিতে আঘাত ও চাঁদাবাজির অভিযোগে ১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।
ঘটনার বিবরণে জানা যায় যে, ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর মডেল পৌরশহরের ঋষিপাড়া এলাকার আলগা বাড়িতে অস্থায়ী শ্যামা কালী পূজা মন্দিরে গত ২১ অক্টোবর আনুমানিক রাত ২১.৩০ ঘটিকার সময় বিবাদী মোঃ রহিম ও তার ৩/৪ জন সহযোগীসহ মন্দিরে প্রবেশ করে ইচ্ছাকৃতভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার লক্ষ্যে মন্দিরের লাইট, চেয়ার ভাংচুর করে এবং সাউন্ড সিস্টেমের সাউন্ড বাঁজানোতে বাধা প্রদান করে। এই সময় বিবাদীদেরকে বাধা প্রদান করলে তাদের সাথে কথা কাটাকাটি হয়।
পরবর্তীতে বিবাদীরা কয়েকজন ভিকটিমকে এলোপাতাড়ি কিল, ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। এরপর মন্দিরে মহাদেবের মূর্তির বাম হাতের কবজ্বির নিচের অংশ এবং শ্যামা কালী মূর্তির বাম পায়ের নিচের অংশে লাঠি দিয়ে আঘাত করে ফাটিয়ে ফেলে ও প্রসাদের থালা, ঘটি লাথি মেরে ফেলে দেয়।
পরবর্তীতে এখানে পূজা পরিচলনা করতে হলে ভিকটিমকে ২০,০০০ টাকা চাঁদা দিতে হবে বলে জানায় এবং এই বিষয়ে কোন ধরণের মামলা বা জিডি করলে তাদের মেরে লাশ গুম করে ফেলবে বলে হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়।
এই ঘটনার প্রেক্ষিতে উক্ত পূজা মন্দিরের সভাপতি বাদী হয়ে বাহ্মণবাড়িয়া জেলার সদর মডেল থানায় একজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
এরই প্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র‌্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল গত ২৬ অক্টোবর আনুমানিক বিকাল ১৬:৫০ ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়ার পৌরশহরের ভাদুঘর ঋষিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।
ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর মডেল থানার মামলা এর মূলে পূজা মন্দিরে হামলা, ধর্মীয় অনুভূতিতে আঘাত ও চাঁদাবাজির অভিযোগে তদন্তে প্রাপ্ত ১ জন ব্যক্তিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন – মোঃ মোমিন আহম্মেদ (৩১), পিতা- মৃত মলাই মিয়া, ভাদুঘর পূর্বপাড়া, সদর, ব্রাহ্মণবাড়িয়া।
র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করে জানানো হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।