৯০ বোতল স্কাফ সিরাপ ও সিএনজি উদ্ধার, আটক দুই

ব্রাহ্মণবাড়িয়া, 2 December 2024, 9 বার পড়া হয়েছে,

শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে ৯০ বোতল স্কাফ সিরাপ ও একটি সিএনজি উদ্ধার সহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা পুলিশ( ডিবি)। পুলিশ ও মিডিয়া উইংসের তথ্য মতে, ২ ডিসেম্বর ০১ঃ০৫ মিনিটের দিকে জেলা গোয়েন্দা শাখায় কর্মরত এসআই (নি:) জাহাঙ্গীর মাতুব্বর তার সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানার বিরামপুর কদমমুড়ির ফরিদ মিয়ার চায়ের দোকানের পশ্চিম পাশে রাঁধিকা টু নবীনগর রোডের পাকা রাস্তার উপর থেকে তাদেরকে গ্রেফতার করে। আসামী দুজন হলেন, মোঃ শামীম ভূইয়া (৩২),পিতা- মৃত সানু ভূইয়া, এবং মাসুম মিয়া (৩৫) পিতা- মৃত আব্দুল বারী উভয় গ্রাম- চাউড়া থানা- বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া। এ ব্যপারে ব্রাহ্মণবাড়িয়া গোয়েন্দা শাখার ওসি (ডিবি) মোঃ হুমায়ুন কবীর জানান,গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বিচার কার্যের অংশ হিসেবে মাদক আইনে নিয়ম মাফিক মামলা রুজু করা হয়েছে।