শেখ কামাল উদ্দিন,বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা ও পৌরসভা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন (৩০ নভেম্বর) শনিবার সকালে মহাসড়ক সংলগ্ন তিনলাখপীর বাজার মাঠে অনুষ্ঠিত হয়েছে। বিএনপি কর্মীদের দীর্ঘদিন পর স্বাধীনভাবে কাঙ্ক্ষিত সম্মেলনটি ছিলো প্রাণবন্ত।
কসবা উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট ফখর উদ্দিন আহাম্মদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মুস্তাক মিয়া। সম্মেলন আনুষ্ঠানিক উদ্বোধন করেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল মান্নান।
জাতীয় সংগীত ও দলীয় সংগীত এবং পায়রা উড়িয়ে সম্মেলন উদ্বোধন করা হয়।
শুরু থেকেই কসবা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে দলে দলে মিছিলে মিছিলে সমাবেশ স্থলে হাজার হাজার নেতা কর্মী উপস্থিত হতে থাকে। প্যান্ডলটি কানায় কানায় ভরে যায় মুহূর্তেই। মুহূর্মুহু শ্লোগানে শ্লোগানে সমাবেশে প্রাণচাঞ্চল্যে ফিরে আসে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) নির্বাচনী এলাকার গণমানুষের নেতা আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়া। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য পেশ করেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য সচিব সিরাজুল ইসলাম, সদস্য বেলাল উদ্দিন সরকার তুহিন এবং নুরে আলম ছিদ্দিকী।
সম্মেলনে আরও বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সভানেত্রী অ্যাডভোকেট ইসমত আরা ও সাধারণ সম্পাদক শামিমা ছিদ্দিকী।
উপজেলা ও পৌরসভা নেতৃবৃন্দের মধ্যে কসবা পৌরসভা বিএনপির আহ্বায়ক মো. শরিফুল ইসলাম ভূঁইয়া, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইকলিল আজম, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মো. কামাল উদ্দিন, বর্তমান আহ্বায়ক মাসুদুল হক ভূঁইয়া দিপু সম্মেলনে বক্তব্য প্রদান করেন। অন্যান্যের মধ্যে জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহিনুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
সম্মেলনে উপস্থিত নেতাকর্মীরা কসবা উপজেলা ও পৌর বিএনপিকে আরও সুসংগঠিত, কার্যকর ও শক্তিশালী করতে দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন। বক্তারা কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃত্বের নির্দেশনায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বক্তারা আওয়ামী দুঃশাসনের তীব্র নিন্দা জ্ঞাপন করে এদের বিচার দাবী করেন।
আগামীদিনে সরকার গঠন করে জিয়ার সৈনিকরা রাষ্ট্র পরিচালনা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।