ব্রাহ্মণবাড়িয়ায় গলায় ফাঁস ৫ম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা 

ব্রাহ্মণবাড়িয়া, 12 January 2024, 27 বার পড়া হয়েছে,
মোঃ নিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ২০০ টাকার জন্য মায়ের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে খোকন দাস (১১) নামে ৫ম শ্রেণির এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।
শুক্রবার (১২ জানুয়ারি) দুপুরে শিক্ষার্থীর লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন পুলিশ।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার শাহাজাদাপুর ইউনিয়নের শাহাজাদাপুর গ্রামের এই ঘটনা ঘটে।
খোকন দাস উপজেলার শাহাজাদাপুর ইউনিয়নের শাহাজাদাপুর গ্রামের দাস পাড়ার মৃত রাজকুমার দাসের ছেলে। সে টাকা হাজী কিন্ডারগার্টেনের ৫ম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
হাসপাতাল সূত্রে ও পুলিশ জানায়, গতকাল সন্ধ্যা ৭টার দিকে পিকনিকে যাওয়ার জন্য খোকন তার মা লক্ষী রানী দাসের কাছে ২০০ টাকা চেয়ছিল। তখন তার মায়ের কাছে কোন টাকায় ছিলনা। পরে মায়ের কাছে টাকা পাইনি বলে খোকন মায়ের সঙ্গে অভিমান করে শোবার ঘরের তীরের সাথে প্লাস্টিকের রশি লাগিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে৷ লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়ায় পাঠানো হয়েছে। এব্যাপারে একটি অপমৃত্যু মামলা করেছি।