ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জে স্কুলব্যাগ ও কাঁঠালের মধ্যে অভিনব কায়দায় গাঁজা পাচার হচ্ছে। মঙ্গলবার ১৭ কেজি গাঁজা বহন করার সময় ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা।
মঙ্গলবার সকালে পৃথক অভিযানে আশুগঞ্জ গোলচত্বর থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় মাদক বহনকারী একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার বিরামপুর গ্রামের মো. মানিক মিয়া (২৮) একই উপজেলার চন্দন কুমার সাহা (৩৪), কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার চন্তিপাড়া গ্রামের আলী আকবর (২৪), ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার আন্দিদিল গ্রামের মো. আমিন (৩২) একই জেলার কসবা উপজেলার কুইয়া পানিয়া গ্রামের মো. আমির হোসেন (৩০)।
মঙ্গলবার দুপুরে র্যাব-১৪-এর ভৈরব কার্যালয় থেকে ক্যাম্পের কোম্পানি অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সোয়া ৭টায় ও সকাল সোয়া ৮টায় আশুগঞ্জ টোলপ্লাজায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদক ব্যবসায়ীরা কাঁঠাল ও স্কুল ব্যাগে করে অভিনব পন্থায় মাদক পাচার করছিল।
এতে আরও বলা হয়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। এ ঘটনায় আশুগঞ্জ থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।