অষ্টিওআর্থাইটিস চিকিৎসায় ফিজিওথেরাপি সবচেয়ে কার্যকরী চিকিৎসা পদ্ধতি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় পালিত হলো বিশ্ব ফিজিওথেরাপী দিবস। এ উপলক্ষে বৃহম্পতিবার জেলা সমাজসেবা কমপ্লেক্সে আলোচনা সভা ও কেক কাটা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলার সিভিল সার্জন ডাক্তার মো. একরামউল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক ফরহাদ হোসেন ভূইয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারন সম্পাদক জাবেদ রহিম বিজন।
ফিজিও চিকিৎসক এইচ এম মাসুদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সদস্য সচিব সঞ্জীব ভট্টাচার্য,প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ফিজিও চিকিৎসক রাশেদুল কবির। ফিজিও চিকিৎসক সুজিত বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেক্সিমকো ফার্মাসিটিক্যালসের এরিয়া ম্যানেজার মকসুদ আলম। আলোচনা শেষে কেক কাটা হয়।