দত্তক ভালোবাসা -রেহানা রশীদ ঝুনু

সাহিত্য, 23 September 2021, 619 বার পড়া হয়েছে,
দত্তক ভালোবাসা
-রেহানা রশীদ ঝুনু
দত্তক নেব ভালোবাসা,
প্রয়োজনের জন্য নয়,
যত্নের জন্য,
তোমরা যারা অবহেলা করে ভালোবাসাকে রাস্তায় ছুঁড়ে ফেলে গিয়েছো ___আমি সেই রাস্তায় কুড়িয়ে পাওয়া ভালোবাসাকে দত্তক নিবো।
হঠাৎ একদিন আবার তোমরা এসে দত্তক নেওয়া ভালোবাসাকে নিজের বলে দাবী করবে।
আমি তখন হেসে বলবো নির্লজ্জ তোমরা_____।
আমার বিগলিত অশ্রুতে বয়ে যাবে ‘সোনামি’ তাণ্ডব
তোমাদের কুচক্রীপনায় ফেরাউন লজ্জিত হবে
আর ধ্বংসপ্রাপ্ত হবে তোমাদের ভঙুর অস্তিত্ব।
আমি দীর্ঘশ্বাস ফেলে বলবোঃ
স্রষ্টির সেরা মানুষ এতো বেহায়া হতে পারে!
এরা কি ধর্ষক! পতিতার দালাল! খুনী!
অথবা নিজেরাই পতিতা!
আমার দত্তক ভালোবাসার
কোনই থাকবেনা শেয়ার
আমিই হবো তার একমাত্র সম্রাজ্ঞী।
ঝুনু-২৩/০৯/২১ইং