‘তরী বাংলাদেশ’-এর সাথে সরাইলের ইউএনও’র মতবিনিময়

ব্রাহ্মণবাড়িয়া, 12 April 2025, 34 বার পড়া হয়েছে,

নিজস্ব প্রতিবেদক : নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন ‘তরী বাংলাদেশ’ ও সরাইল শাখার সদস্যদের সাথে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে ‘তরী বাংলাদেশ’র আহবায়ক শামীম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সরাইল উপজেলা নদী রক্ষা কমিটির আহবায়ক ও উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারফ হোসাইন। স্বাগত বক্তব্য প্রদান করেন ‘তরী সরাইল’ শাখার আহবায়ক মোহাম্মদ মাহবুব খান।এসময় বক্তব্য রাখেন তরী বাংলাদেশের সদস্য খালেদা মুন্নি, সোহেল রানা ভূঁইয়া, খাইরুজ্জামান ইমরান, তরী সরাইল শাখার সদস্য সচিব মো. শাহগীর মৃধা, সদস্য মো. আবুল কাশেম তালুকদার, মো. শাহিন শাহ, মোছা: নাজমা বেগম, মো. জুনায়েদ হোসেন, এস কে সজল শেখ, সৈয়দ মোস্তফা নাদির হোসেন, মোছা: তানজিনা বেগম, মো. আনিছুর রহমান, দীপক কুমার দেবনাথ, মো. জয়নাল উদ্দিন, মো. আব্বাস উদ্দিন, শাকিল আহমেদ, মো. মুখলেছুর রহমান ভূঁইয়া, মো. ইলিয়াছ অনিক, সৈয়দ হামিদ প্রমুখ। মতবিনিময় কালে, তরীর সকল সদস্য তাদের বক্তব্যে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক সাম্প্রতিক সময়ে নদীদখল দূষণমুক্তকরণে ও পরিবেশ সুরক্ষায় পরিচালিত অভিযান সমূহের প্রশংসা করে কৃতজ্ঞতা জানিয়েছেন। তারা সভায় সমগ্র উপজেলার খাল-বিল, নদী-নালা, পুকুর ভরাট ও দখল করে পরিবেশ ধ্বংসের চিত্র তুলে ধরেছেন। মাদকের ছড়াছড়ি ও যত্রতত্র ময়লা আবর্জনা ফেলে পরিবেশ নষ্টের চিত্র ও সমাধানের করণীয়ও উল্লেখ করেছেন। নদী ও পরিবেশ রক্ষায় যেকোন কাজে তারা উপজেলা প্রশাসনকে স্বেচ্ছায় সহযোগিতার আশ্বাসও দিয়েছেন। প্রধান অতিথি তার বক্তব্যে, তরী বাংলাদেশের কর্মকান্ডের প্রশংসা করে বলেছেন, আমি নিজে পরিবেশের ছাত্র। নদী ও পরিবেশ রক্ষায় কাজ করতে আমি খুবই পছন্দ করি। এটা মূলত উদ্ভুদ্ধকরণ কার্যক্রম। তরীর সকল সদস্য খুবই আন্তরিক ও একটিভ। তরীর সহযোগিতা পেলে আমি ভবিষ্যতে এ বিষয়ে আরো বড় কাজ করতে পারব। আজকে তরীর সদস্যরা আমার সামনে অনেক গুরুত্বপূর্ণ ও অজানা তথ্য উপস্থাপন করেছেন। আমি সকলকে সাথে নিয়ে সব গুলো না পারলেও অন্তত উল্লেখযোগ্য সংখ্যক কাজ সম্পন্ন করার চেষ্টা করব।