ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় সাবেক সেনা সদস্য নিহত

ব্রাহ্মণবাড়িয়া, 19 February 2025, 19 বার পড়া হয়েছে,

মো. আজহার উদ্দিন,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে মোকাদ্দেছ মিয়া (৭০) নামের এক সাবেক সেনা সদস্য নিহত হয়েছেন।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের কোড্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোকাদ্দেছ মিয়া নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের দুরুইল গ্রামের মৃত হাজী ইব্রাহিম মিয়ার ছেলে৷

এব্যাপারে সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোজাফ্ফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ব্রাহ্মণবাড়িয়ার কোড্ডা এলাকায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজিতে থাকা মোকাদ্দেছ মিয়া গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা মোকাদ্দেছ মিয়া আশংকাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নীরিক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় নবীনগরের নারুই এলাকার তামিম (১৭) আহত হয়ে আখাউড়া থেকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি চলে যায় জানান ওসি।