কসবা প্রেসক্লাব কার্যালয়ের জানালার গ্রীল ভেঙে দিয়েছে দুবৃত্তরা, রহস্য উদঘাটনের দাবি সাংবাদিকদের

ব্রাহ্মণবাড়িয়া, 28 November 2024, 5 বার পড়া হয়েছে,
শেখ মো. কামাল উদ্দিন,বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা প্রেসক্লাব কার্যালয়ের জানালার গ্রীল ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। কার্যালয়ে প্রবেশ করে দরজার ভেতরের ছিটকিনি লাগিয়ে বন্ধ করে দিয়েছে। এ ঘটনায় কসবা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আবুল খায়ের স্বপন বাদী হয়ে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে কসবা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
কসবা প্রেসক্লাব, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কসবা প্রেসক্লাবের কার্যালয় স্থানীয় উপজেলা পরিষদ কমপ্লেক্সের ভেতরে উপজেলা পরিষদের মালিকানাধীন চারতলা ভবনে। প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবুল খায়ের স্বপন বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে প্রেসক্লাবের দুইজন সদস্য রুবেল আহমেদ ও শাখাওয়াৎ হোসাইন পারভেজকে সাথে নিয়ে প্রেসক্লাব কার্যালয়ে যান। সেখানে গিয়ে দেখতে পান জানালার দু’টি গ্রিল ভাঙ্গা রয়েছে। বাহিরের দরজা তালাবদ্ধ। তালা খোলে দরজা ধাক্কা দিলেও দরজা খোলছে না।
বিষয়টি কসবা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শাহারিয়ার মুক্তারকে অবহিত করা হলে তিনি কসবা থানার পরিদর্শক (তদন্ত) রিপন দাসকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরে খবর পেয়ে কসবা থানার উপ-পরিদর্শক (এসআই) আখতার হোসেন ঘটনাস্থলে এসে তদন্ত করেন। পুলিশের উপস্থিতিতে ভেতরে প্রবেশ করে দেখা যায়, ভেতরের বাথরুম ব্যবহৃত হয়েছে। ভেতরে পানি পড়ে আছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা কোন এক সময়ে এ ঘটনাটি ঘটিয়েছে। এ ঘটনায় প্রেসক্লাবের পক্ষ থেকে কসবা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
কসবা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. আবুল খায়ের স্বপন বলেন, দুইজন সহকর্মীকে সাথে নিয়ে এসে দেখতে পাই, কার্যালয়ের জানালার গ্রিল ভাঙা রয়েছে। ভেতর থেকে তেমন কিছু নিয়েছে কিনা বুঝা যাচ্ছে না। এভাবে গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করা রহস্যজনক। পুলিশ ও প্রশাসনের কাছে তদন্ত সাপেক্ষে প্রকৃত রহস্য উদঘাটনের দাবী জানাচ্ছি।
কসবা থানার পরিদর্শক (তদন্ত) রিপন দাস বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে তদন্ত করেছেন। কার্যালয়ের দু’টি গ্রিল ভাঙা পাওয়া গেছে। তদন্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
কসবা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শাহারিয়ার মুক্তার বলেন, পুলিশকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।