জলাধার ভরাট, আটক-১, জরিমানা ৫০ হাজার টাকা

ব্রাহ্মণবাড়িয়া, 25 February 2024, 41 বার পড়া হয়েছে,
মোঃ নিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পৌর এলাকার দাতিয়ারা মৌজায়  একটি জলাধার ভরাট করার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। জরিমানা করা হয়েছে ৫০ হাজার টাকা। শনিবার ২৪ ফেব্রুয়ারী দুপুরে সদর উপজেলার সহকারী কমিশনার-ভূমি মোশাররফ হোসেন এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
তিনি জানান, মাটি ফেলে জলাধারের শ্রেণি পরিবর্তন করার অভিযোগে রঞ্জন নামে একজন কে আটক করা হয়। আটককৃত কে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬ঙ ধারা লঙ্ঘনের দায়ে ১৫ ধারায় ৫০ হাজার  অর্থদণ্ড প্রদান করা হয়েছে।