 
									
									গণমাধ্যম সমাজ জীবনের দর্পন -জাকারিয়া…
											4 July 2021, 
											1846957 বার পড়া হয়েছে, 
										
									 
					 
									নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আয়ানা ফাউন্ডেশনের উদ্যোগে সূফিগুরু শাহজাদা খানের মাধ্যমে বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ৫ শতাধিক পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়ছে।
.
শুক্রবার (২৬ জানুয়ারি) সকাল ৯ টার দিকে উপজেলার বাড়িউড়া আলহাজ্ব খান মোহাম্মদ লাল শাহ বাবার দরবার শরীফে আয়ানা ফাউন্ডেশনের চেয়ারম্যান পীরজাদা সূফিগুরু শাহজাদা খান পবিত্র কোরআন শরীফ বিতরণ করেন।
.
এ-সময় আয়ানা ফাউন্ডেশনের চেয়ারম্যান পীরজাদা সূফিগুরু শাহজাদা খান বলেন, ইসলামে উপহার দেওয়া একটি ভাল কাজ হিসাবে বিবেচিত এবং অত্যন্ত উত্সাহিত করা হয়। কুরআন এবং সুন্নাহ উভয়ই সম্পর্ককে শক্তিশালী করার এবং মানুষের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধির উপায় হিসাবে উপহার দেওয়ার গুরুত্বের উপর জোর দেয়।