মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বালু মহালের সীমানা লঙ্ঘন করে বালু উত্তোলন করায় এক ড্রেজার মালিককে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১০ জানুয়ারি) বিকেলে উপজেলার বীরগাঁও ইউনিয়নের কেদারখোলা এলাকায় অভিযান চালিয়ে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান জানান, কেদারখোলায় মেঘনা নদীতে একটি বালু মহাল সরকারিভাবে ইজারা দেওয়া আছে। বালু মহাল এলাকায় নির্দিষ্ট সীমানা নির্ধারন করে দেওয়া হয়। কিন্তু ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দেখা যায় সেই সীমানা লঙ্ঘন করে একটি ড্রেজার বালু উত্তোলন করছিল। তাই ড্রেজার মালিক হাবিবুর রহমানকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও জানান, ড্রেজার মালিক হাবিবের বিরুদ্ধে আরও অভিযোগ আছে তিনি রাতেও ড্রেজার চালিয়ে বালু উত্তোলন করেন। সেখানে আরও নানান অভিযোগ রয়েছে। অন্যান্য ড্রেজার মালিকগণ নিয়ম মেনে বালু উত্তোলন করবে মর্মে মুছলেকা প্রদান করেছেন। পাশাপাশি সবাইকে সতর্ক করে দেওয়া হয়েছে।