মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : র্যাব-৯ এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানাধীন এলাকা থেকে ৭৬ কেজি গাঁজা এবং ২ বোতল বিদেশী মদসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
র্যাব-৯ এর এক সংবাদ বিজ্ঞপ্তে জানানো হয়,
র্যাব দেশের বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় র্যাব-৯ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানাধীন এলাকা থেকে ৭৬ কেজি গাঁজা এবং ২ বোতল বিদেশী মদসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়া এর একটি আভিযানিক দল গত ৩ অক্টোবর সকাল আনুমানিক ১১:০০ টার সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ৭৬ কেজি গাঁজা এবং ২ বোতল বিদেশী মদসহ ২ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানার মজলিসপুর আমিন পাড়া এলাকার বাসিন্দা মইদর আলীর ছেলে সফর আলী (৩০) এবং একই এলাকার বাসিন্দা মৃত মকবুল মিয়ার ছেলে মহির আলী (৩৫)।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ জানান, মাদকের বিরুদ্ধে সরকার ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।