কসবা পশ্চিম ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা ছাইদুর রহমান মানিক গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া, 26 March 2025, 39 বার পড়া হয়েছে,

অধ্যাপক শেখ কামাল উদ্দিন,বিশেষ প্রতিবেদক : চলমান ডেভিল হান্টের অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কসবা পশ্চিম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও যুবলীগ নেতা ছাইদুর রহমান মানিক মিয়া-কে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাত ২টা ৪০ মিনিটে নিজ বাড়ি আকছিনা থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ছাইদুর রহমান মানিক মিয়া কসবা পশ্চিম ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা। তিনি কসবা পশ্চিম ইউনিয়নের আকছিনা গ্রামের বাসিন্দা। তাকে আজ মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন।

কসবা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল কাদের জানিয়েছেন, চলমান ডেভিল হান্টের অভিযানে ইউপি চেয়ারম্যান ছাইদুর রহমান মানিক মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে কসবা থানায় মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি বলেন, আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।