ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমানে ভারতীয় মাদকদ্রব্য আটক 

ব্রাহ্মণবাড়িয়া, 7 January 2025, 6 বার পড়া হয়েছে,
মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বিপুল পরিমানে ভারতীয় মাদকদ্রব্য আটক করেন।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি), কুমিল্লা সেক্টরের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৫ জানুয়ারি সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর বিভিন্ন বিওপি/ক্যাম্প নিয়মিত এবং বিশেষ অভিযান পরিচালনা করে ৯৪৫ পিস ভারতীয় ইয়াবা এবং ১১২ কেজি গাঁজা আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্যের সর্বমোট সিজার মূল্য ছয় লক্ষ পঁচাত্তর হাজার পাঁচশত টাকা।
আটককৃত মাদকদ্রব্যসমূহ সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসকে অবগত করে পরবর্তীতে ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়ন সদরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া ও মাধবপুর সীমান্ত দিয়ে যাতে ভারত হতে যে কোন প্রকার মাদকদ্রব্য বাংলাদেশে প্রবেশ করতে না পারে। সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অভিযান চলমান থাকবে।