আখাউড়ায় নারীকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের

ব্রাহ্মণবাড়িয়া, 25 December 2024, 38 বার পড়া হয়েছে,
মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তিন সন্তানের জননী শারমিন বেগম উরুফে হরলুজা বেগমের মাথা কেটে পুড়িয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে।
বুধবার নিহত হরলুজা বেগমের মেয়ে রুমা আক্তার বাদী হয়ে আটক ফারহান রনিকে আসামী করে এ হত্যা মামলা দায়ের করেন। ফারহান রনি আখাউড়া দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ ভূইয়া শানুর ছেলে।
আখাউড়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ছমিউদ্দিন জানান, হত্যাকান্ডের ঘটনায় মামলা হয়েছে। প্রাথমিকভাবে সে হত্যাকান্ডের কথা স্বীকার করলেও কি কারণে এই হত্যাকান্ড তা এখনো জানা যায়নি। বুধবার বিকেলের মধ্যে তাকে আদালতে হাজীর করা হবে। এসময় বিজ্ঞ আদালতে পাঁচদিনের রিমান্ডের জন্য আবেদন করা হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, মঙ্গলবার আখাউড়া উপজেলার গাজীর বাজার গ্রামে দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ ভূইয়ার বাড়ির পরিত্যাক্ত জায়গায় হরলুজা বেগমকে মাথা কেটে আগুনে পুড়িয়ে হত্যা করে যুবলীগ নেতার ছেলে ফারহান রনি।