মোঃ নিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে একটি ফার্মেসি থেকে নেওয়া মেয়াদোত্তীর্ণ ঔষুধ সেবন করে আয়েশা মনি (৪) চার বছরের এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে।
মঙ্গলবার সকালে নিহত শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। নিহত আয়েশা জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার খোকন মিয়ার মেয়ে। তারা পেশাগত কারনে আশুগঞ্জের সোহাগপুর গ্রামে ভাড়া বাসায় থাকত।
পুলিশ ও নিহতের পরিবার জানান, সোমবার (২১ অক্টোবর) আয়েশা শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন স্থানীয় আশুগঞ্জ বাজারে আল আমিন মেডিক্যাল সেন্টারে নিয়ে যায়। এ সময় ফার্মেসীতে থাকা চিকিৎসক তার অবস্থা দেখে তাকে একটি ১০০ মিলি ভিনসিনা সিরাপ, আপেলিন সিরাপ ও একটি ১০ মিলি বেন-এ খাওয়ার জন্য ঔষধের প্যাকেটের গায়ে লিখে দেয়। ফার্মেসী থেকে দেওয়া ঔষধ শিশুকে খাওয়ানোর পর দুপুরে সে অসুস্থ হয়ে পড়ে। পরে পরিবারের লোকজন তাকে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাতে শিশুটিকে মৃত ঘোষনা করে। এ ঘটনায় নিহতের পরিবার অভিযুক্ত চিকিৎসক মোস্তাকিম বিল্লাহর বিচার দাবি করেন।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বিল্লাল হোসেন জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ঔষধগুলো দেখে ১০০ মিলি আপেলিন সিরাপটির মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে মর্মে নিশ্চিত হয়। ওই ঔষধ এর বিষক্রিয়ায় শিশুটির মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় নিহতের বাবা থানায় একটি মামলা দায়ের করেছে। অভিযুক্ত মেডিকেল সেন্টারের ডাক্তার মো: মোস্তাকিম বিল্লাহকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।