 
									
									 
					 
									নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত’র শুভ জন্মদিন উদযাপিত হয়েছে।
এ উপলক্ষ্যে মঙ্গলবার (১০ অক্টোবর) সন্ধ্যায় শহরের জাহাঙ্গীর সানলাইফ হাসপাতাল হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা নাগরিক ফোরামের সভাপতি সাংবাদিক পীযূষ কান্তি আচার্যের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন শিপনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোপানুল ইসলাম সোপান অধ্যক্ষ আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ওয়াসেল সিদ্দিকী, আক্তার হোসেন এজি এম ও ব্যবস্থাপনা করপোরেট ব্রাঞ্চ সোনালি ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া, জাহাঙ্গীর হোসেন চেয়ারম্যান জাহাঙ্গীর সানলাইফ হাসপাতাল, নিহার রঞ্জন সরকার সাধারণ সম্পাদক খেলাঘর আসর, বিশিষ্ট আইনজীবী এড উত্তম কুমার দাস, পংকজ দেব প্রভাষক আইডিয়াল রেসিন্সিয়াল স্কুল এন্ড কলেজ।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, আল-ফয়সাল, সভাপতি পৌর নাগরিক ফোরাম, আদিত্ব্য কামাল সম্পাদক জনতার খবর, তিতাস হুমায়ুন সভাপতি কবির কলম, কোহিনূর আক্তার প্রিয়া কার্ণধার প্রাউড অব ব্রাহ্মণবাড়িয়া, ফাহিম মুনতাসীর সভাপতি সোনালী সকাল, সোহাগ উদ্দিন সরকার এডমিন প্রাউড অব ব্রাহ্মণবাড়িয়া, আবৃত্তি শিল্প জিহাদ, আরিফ মিয়া সদস্য কবির কলম প্রমুখ।