ভাদুঘর বাস টার্মিনাল এলাকায় ব্রাহ্মণবাড়িয়ার এবারের বিজয় মেলা

ব্রাহ্মণবাড়িয়া, 15 December 2022, 108 বার পড়া হয়েছে,
নিউজ ডেস্ক : বিজয়ের মাসে ব্রাহ্মণবাড়িয়ায় বিজয় মেলা আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হতে যাচ্ছে। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকেল ৩টায় ভাদুঘর পৌর বাস টার্মিনাল এলাকায় এই বিজয় মেলা উদ্বোধন করা হবে।

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার আয়োজনে এই বিজয় মেলার উদ্বোধন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।

পৌর মেয়র নায়ার কবিরের সভাপতিত্বে মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক মো. শাহগীর আলম, জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, নবাগত পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন ও পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আ. কুদ্দূস।

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা কর্তৃক প্রথমবারের আয়োজিত বিজয় মেলা ১৫-৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে।
এদিকে, আজ বুধবার বিজয় মেলার মাঠ ও প্রস্তুতি পরিদর্শন করেছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মিসেস নায়ার কবির। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আঃ কুদ্দূস, পৌরসভার নির্বাহী প্রকৌশলী কাউসার আহমেদ, স্থানীয় কাউন্সিলর মো. আনোয়ারুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা মো. সামছুদ্দিন, হিসাব রক্ষণ কর্মকর্তা মোহাম্মদ গোলাম কাউসার, সহকারী প্রকৌশলী সবুজ কাজীসহ অন্যান্য অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। পরিদর্শনকালে তিনি মেলার প্রস্তুতির খোজ- খবর নেন।