ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রলীগ নেতার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া, 10 October 2022, 97 বার পড়া হয়েছে,

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুল আলম রিফাত মোল্লার সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে।

গত বৃহস্পতিবার আখাউড়া-সুলতানপুর সড়কের চিনাইর টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের সামনে স্পিডব্রেকারে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন রিফাত।

সোমবার বিকাল ৩টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ছাত্রলীগ নেতা রাশেদুল আলম রিফাত মোল্লা উপজেলার দক্ষিণ ইউনিয়নের ছোট কুড়িপাইকা গ্রামের সাবেক ব্যাংক কর্মকর্তা মো. শাহ আলম মোল্লার ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, ৬ অক্টোবর রিফাত মোটরসাইকেলযোগে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে যাওয়ার পথে সদর উপজেলার চিনাইর টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের সামনে স্পিডব্রেকারে গতি নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হন। এ সময় তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকাল ৩টার দিকে রিফাতের মৃত্যু হয়।

তার মৃত্যুতে আখাউড়া উপজেলা ছাত্রলীগ ও নিজ এলাকায় শোক নেমে আসে। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজল। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।