সৌরজগতের বাইরে থেকে ফের মিলছে রেডিও সিগন্যাল

তথ্যপ্রযুক্তি, 26 November 2021, 449 বার পড়া হয়েছে,

আমাদের যে এই এত বড় মহাকাশ, এর সম্বন্ধে আমরা আজও তেমন কিছুই জানি না বললেই হয়। এমন অনেক মহাজাগতিক বিষয় ঘটে, তা বেশ রহস্যজনক। তা জানার জন্য মহাকাশে একাধিক উপগ্রহ প্রেরণ করা হয়। বহু ক্ষেত্রে নানান দেশ সাফল্যও পেয়েছে। রিমোট সেন্সিং ও জিআইএস-এর ফলে মহাকাশের নানান তথ্য আমাদের সামনে এসেছে।

তবে মহাকাশে অন্য কোনও গ্রহে প্রাণের অস্তিত্ব রয়েছে কী না, তা জানার চেষ্টা চলছে বেশ কিছু দশক ধরেই। কিন্তু এখনও পর্যন্ত তেমন কোনও সন্ধান মেলেনি। তবে জানা যাচ্ছে, সম্প্রতি বিজ্ঞানীরা একটি রেডিও তরঙ্গের খোঁজ পেয়েছেন যা ক্রমেই পৃথিবীর দিকে ধেয়ে আসছে। তবে কী কোনও ভিনগ্রহের প্রাণী পৃথিবীর দিকে আসার চেষ্টা করছে? এ নিয়েই চলছে জল্পনা।

গবেষণা করতে গিয়ে এই রেডিও তরঙ্গের সম্পর্কে বিজ্ঞানীরা একটি সুস্পষ্ট ধারণা তৈরি করতে পেরেছেন। তাদের মতে, এমন এক নক্ষত্রের সন্ধান মিলেছে যা থেকে এই রেডিও তরঙ্গ আসছে।

এমনকি বিজ্ঞানীরকা এও দাবী করেছেন যে এই নক্ষত্রের চারপাশেও একাধিক গ্রহের অস্তিত্ব রয়েছে। এই রেডিও তরঙ্গ সম্পর্কে নেদারল্যান্ডসের কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের বেঞ্জামিন পোপ এবং ডাচ ন্যাশনাল অবজারভেটরি থাকা তার সহকর্মীরা এই তরঙ্গ নিয়ে পর্যবেক্ষণ করেছেন ও তাদের মতামত জানিয়েছেন।

তাদের মতে, ১৯টি লাল বামন গ্রহ থেকে এই তরঙ্গ পৃথিবীর দিকে ধেয়ে আসছে। এই গবেষকরা জানান, তারা ইতিমধ্যেই চারটি নক্ষত্র নিয়ে বিশ্লেষণ করেছেন এবং তারা জানিয়েছেন এই চারটি হল গ্রহ। তাদের মতে, গ্রহরাই রেডিও তরঙ্গ পাঠাতে সক্ষম। এই গবেষকেরা তাদের ব্যাখ্যায় জানিয়েছেন যে এই সমস্ত গ্রহগুলির চুম্বকীয় ক্ষেত্র যখন বড় সৌর ঝড়ের মুখোমুখি হয়, তখন এরূপ রেডিও তরঙ্গের উৎপত্তি হয়।

এই গবেষণার মাধ্যমে তারা যে কেবল রেডিও তরঙ্গের বিশ্লেষণ করেছেন তা নয়, তারা এও জানিয়েছেন যে সৌর জগতে গ্রহের অস্তিত্ব কীভাবে মেলে। তাদের কথায়, সৌর জগতের বাইরেও রেডিও তরঙ্গের বিস্ফোরণ ঘটে ও সেই বিস্ফোরণ থেকেই গ্রহের অস্তিত্ব সম্পর্কে জানা যায়।