ব্রাহ্মণবাড়িয়া পৌর ওলামাদলের নবনির্বাচিত কমিটির শুভেচ্ছা প্রদান

ব্রাহ্মণবাড়িয়া, 10 August 2025, 109 বার পড়া হয়েছে,

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল ব্রাহ্মণবাড়িয়া পৌর শাখার নবনির্বাচিত কমিটি আজ শনিবার (৯ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়ার মাটি ও মানুষের নেতা, জেলা বিএনপির সংগ্রামী সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

শুভেচ্ছা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর ওলামাদলের আহ্বায়ক মাওলানা ইসহাক আল মামুন, সদস্য সচিব মাওলানা সৈয়দ কাসেম, যুগ্ম আহ্বায়ক আবু হানিফ সাব্বিরসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় তারা নবনির্বাচিত কমিটির দায়িত্ব পালনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং বিএনপির আন্দোলন-সংগ্রামকে আরও বেগবান করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।