ব্রাহ্মণবাড়িয়া টাউন খালের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ব্রাহ্মণবাড়িয়া, 5 September 2022, 94 বার পড়া হয়েছে,
জাকারিয়া জাকির : অবশেষে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী টাউন খালের সীমানা নির্ধারণে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে জেলা প্রশাসন। সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরের খালপাড় এলাকায় অভিযান শুরু হয়। অভিযানের নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশ্রাফ আহমেদ রাসেল।

পানি নিষ্কাশন ও নৌযান চলাচলের সুবিধার্থে মোঘল শাসনামলে খালটি খনন করা হয়। শহরের জগত বাজার থেকে গোকর্ণ ঘাট পর্যন্ত বয়ে যাওয়া খালটির দৈর্ঘ্য প্রায় ৫ কিলোমিটার। তবে দখল আর দূষণের কারণে খালটি এখন মৃত প্রায়।

খালের জায়গা দখল করে অবৈধ স্থাপনা গড়ে তুলেছে- এমন শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকা করেছে জেলা প্রশাসন।প্রথম দিনের উচ্ছেদ অভিযানে বেশ কয়েকটি ঘর-বাড়ি ও একটি মার্কেট উচ্ছেদ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশ্রাফ আহমেদ রাসেল বলেন, খালের পাশে যত অবৈধ স্থাপনা আছে সবই উচ্ছেদ করা হবে। এ খালটি নিয়ে আমাদের একটা পরিকল্পনা রয়েছে।