আশুগঞ্জে কুরবানির মহিষের আক্রমণে পথচারী গুরুতর আহত

ব্রাহ্মণবাড়িয়া, 9 July 2022, 132 বার পড়া হয়েছে,

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কুরবানির মহিষের আক্রমণে শফিকুল ইসলাম নামে এক পথচারী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৮ জুলাই) বিকালে আশুগঞ্জ-আড়াইসিধা সড়কে রেল ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। এরইমধ্যে, মহিষের হামলার ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

আহত শফিকুল ইসলাম আড়াইসিধা গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা খোরশেদ মিয়ার ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার (৭ জুলাই) বিকালে জেলার আশুগঞ্জ উপজেলার চরচারতলা গরুর বাজার এক লাখ ৯৫ হাজার টাকা দিয়ে স্থানীয় যাত্রাপুর গ্রামের খোরশেদ আলম, ডা. লোকমান মিয়া ও হাছান আলী তিনজনে মিলে কুরবানির জন্য একটি মহিষ কেনেন। মহিষটি বাজার থেকে কিনে যাত্রাপুর গ্রামে নেয়া হলে শুক্রবার বিকালে পালিয়ে মহিষটি রাস্তায় চলে আসে।

পরে আড়াইসিধা সড়কে রেল ব্রিজের কাছে শফিকুল ইসলাম (৪৫) নামের একজনকে আঘাত করে। এ সময় গুরুতর আহত হন শফিকুল। বর্তমানে মহিষকে আটক করে আশুগঞ্জ নৌ-বন্দরের জেটির সামনে আটক করে রাখা হয়েছে।

আহত শফিকুলের ভাই মো. আলী জানান, আমার ভাইয়ের শারীরিক অবস্থা তেমন ভাল না।

এ ব্যাপারে আশুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ রহমান জানান একটি মহিষ এক পথচারীকে গুরুতর আহত করেছে। মহিষটি স্থানীয়রা আটক করে রেখেছেন। ঘটনার পর থেকেই আমি ব্যক্তিগতভাবে আহতের খোঁজ খবর নিচ্ছি।