গণমাধ্যম সমাজ জীবনের দর্পন -জাকারিয়া…
4 July 2021,
1167285 বার পড়া হয়েছে,
শীতের কুয়াশার চাদরের ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে শিশির ভেজা গোলাপ ফুল, পাপড়ির ওপর জমে আছে বিন্দু বিন্দু শিশিরের হীরককুচি। সূর্যের আলোয় চিকচিক করছে। পৃথিবীকে জানিয়ে দিচ্ছে তার রূপের অপরূপ কাহিনী। কাছে গেলে ভেসে আসে মিষ্টি সৌরভ।
আহা রে…. কি দারুণ অনুভূতি.. শিশির আর কুয়াশার ভালোবাসার চাদরে মোড়ানো ঋতু শীতকাল। ভোরের ধোঁয়াটে কুয়াশা কিংবা ঘাসের ডগায় শিশির বিন্দু— মন ভালো করতে আর কী-ই বা চাই! ফুল যারা ভালোবাসেন তাদের জন্য শীতকাল অন্যরকম প্রিয়। এ সময় গাঁদা, গোলাপ, চন্দ্রমল্লিকা, ডালিয়াসহ বাহারি রঙের ফুলে ভরে ওঠে বাগান।
শীতের সকালে চোখের সামনে প্রিয় ফুল দেখতে নিশ্চয়ই ভালো লাগে আপনার। ফুলে জমাট বাঁধা শিশিরা কণায় সূর্যের কিরণ পড়লে মনে হয় এ যেন প্রকৃতির ক্ষণস্থায়ী মুক্তা!