বিপ্লব ও সংহতি দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া, 9 November 2025, 29 বার পড়া হয়েছে,

মো. আজহার উদ্দিন,ব্রাহ্মণবাড়িয়া : ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ওলামা দল এতিম ও অসহায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে।

রবিবার (৯ নভেম্বর) বিকেল ৪টায় পৌর মুক্তমঞ্চে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা ওলামা দলের আহ্বায়ক মুফতি ইয়াসিন আরাফাত এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মুফতি নুরুল্লাহ আল মানসুর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব সিরাজুল ইসলাম সিরাজ। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলি আজ্জম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহিন, জেলা ওলামা দলের সদস্য সচিব কাজী মাওলানা ইয়াহিয়া মাসুদ এবং যুগ্ম আহ্বায়ক মাওলানা রশিদ আহমেদ।

প্রধান অতিথি জনাব সিরাজুল ইসলাম সিরাজ বলেন, “দক্ষিণ এশিয়ার অন্যতম সফল রাষ্ট্রনায়ক ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের কৃষক-শ্রমিক-জনতার হৃদয়ের স্পন্দন ছিলেন। তাঁর নেতৃত্বে গ্রামীণ উন্নয়নসহ নানা কল্যাণমুখী কার্যক্রম পরিচালিত হয়েছিল।”

তিনি আরও বলেন, “বিএনপি সব সময় জনগণের ভাগ্যোন্নয়ন ও দেশের উন্নয়নের জন্য কাজ করে আসছে। শিক্ষার প্রসার ঘটাতে ওলামা দলের এই উদ্যোগ প্রশংসনীয়।”

সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আগ্রহ ও মনোযোগ বাড়ানোর লক্ষ্যে ওলামা দলের এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে এমন কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আশিকুল ইসলাম সুমন, পৌর বিএনপির প্রচার সম্পাদক মাহফুজুর রহমান পুষ্প, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইয়াসিন বাবু, জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক হাফেজ মাওলানা নাইমুল হক সাদেকী,
মাওলানা আলাউদ্দিন খোয়াজী, হাফেজ মাওলানা জাকির হোসেন,পৌর ওলামা দলের সভাপতি হাফেজ মাওলানা ইসহাক আল মামুন, সদস্য সচিব সৈয়দ কাশেম,
সুলতানপুর ইউনিয়ন ওলামা দলের সভাপতি মাওলানা শেখ মনির হোসেন, নাটাই দক্ষিণ সভাপতি মাওলানা ফাইজুর রহমান মুন্সী, নাটাই উত্তর সভাপতি মাওলানা আলকাছ,
এবং বাসুদেব ইউনিয়ন সাধারণ সম্পাদক মুফতি মঈন উদ্দিন প্রমুখ।