ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ -২৫ উদযাপিত

ব্রাহ্মণবাড়িয়া, 9 October 2025, 168 বার পড়া হয়েছে,
নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি, ব্রাহ্মণবাড়িয়া’র আয়োজনে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১০ টায় পথশিশু, শ্রমজীবী শিশু, সুবিধাবঞ্চিত শিশু এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে চিত্রাঙ্কন, সংগীত, নৃত্য, আবৃত্তি প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শহরের দক্ষিণ মৌড়াইল ডাক বাংলোর মোড় কলেজ রোডস্থ  AE টাওয়ারে বাংলাদেশ শিশু একডেমির কার্যালয়ে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মাহ্ফুজা আখতার, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ব্রাহ্মণবাড়িয়া।
বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন মোটিভেশনাল স্পিকার, বিশিষ্ট উপস্থাপক, শিক্ষানুরাগী আফজালুর রহমান রিপন,
পথশিশুদের জননী, স্বপ্নের ব্রাহ্মণবাড়িয়া সংগঠনে কর্ণধার বিশিষ্ট সমাজসেবক কোহিনুর আক্তার প্রিয়া, সেভ দি চিল্ড্রেন  প্রতিনিধি ও NCTF এর ডিভি পুস্প বৈদ্য অন্তরা, জেলা শিল্পকলা ও শিশু একাডেমির চিত্রাংকন প্রশিক্ষক ফজলুর রহমান মুকুল।
আবৃত্তি প্রশিক্ষক সবুজ আহমেদ মোল্লা পিনন, পুরষ্কারপ্রাপ্ত শিশুদের অভিভাবক, পথশিশু, সুবিধাবঞ্চিত শিশু, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা উপস্থিত ছিল।
উপস্থাপনা করেন মোস্তফা জাফরি হামিম। পরিশেষে পথশিশু, সুবিধাবঞ্চিত শিশু বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে পুরষ্কার বিতরণ করা  হয়েছে।