
মো. আজহার উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় একটি তালাবদ্ধ ভবনের কক্ষে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরের দল নগদ ২ লাখ টাকা ও প্রায় ১০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।
ঘটনাটি ঘটে বুধবার (১৭ সেপ্টেম্বর) ভোররাতে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের উরশীউড়া পূর্বপাড়ায়। স্থানীয় গফুর মিয়ার বাড়ির দক্ষিণ পাশের একটি ভবনের কক্ষে জানালা ভেঙে প্রবেশ করে চোরেরা এ চুরির ঘটনা ঘটায়।
ভুক্তভোগী আরমান খান এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি জানান, চোরেরা ঘরের দক্ষিণ দিকের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে আলমারির তালা ভেঙে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে যায়।
সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) অমিতাভ দাস তালুকদার বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
চুরির ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।