শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : পুলিশই জনতা, জনতাই পুলিশ, তথ্য দিন, সেবা নিন এই স্লোগানকে সামনে রেখে আজ (৬ জুলাই) ২০২৪ ইং শনিবার আখাউড়া থানার ২নং ধরখার ইউনিয়নের রুটি গ্রামে ২০০-২৫০ জন লোকের সমাগমে আখাউড়া থানা পুলিশের আয়োজনে এক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কসবা সার্কেলের সহকারি পুলিশ সুপার মোঃ দেলোয়ার হোসেন, আখাউড়া থানার নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন পিপিএম, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ মাসুদ, ধরখার পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ ধরখার ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও গন্যমান্য ব্যক্তিবর্গসহ সচেতন জনগন উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, নারী নির্যাতন, ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধকল্পে জনগনকে সচেতন করে এ থেকে বিরত থাকতে তাদেরকে উদ্বুদ্ধ করা হয়। পাশাপাশি বিট পুলিশিং সভায় উপস্থিত লোকজনের বিভিন্ন সমস্যার কথা ও বক্তব্য শুনা হয় বক্তব্য শুনে তাৎক্ষনিক আইনগত সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্ঠদের নির্দেশনা প্রদান করা হয়। বিশেষ করে পুলিশের সেবা জনগনের দোড়গোড়ায় পৌছে দেওয়ার জন্য আরো অধিক পরিমানে জনগনকে বিট পুলিশিং কাযক্রমে সম্পৃক্ত করার জন্য সভায় প্রচারণা চালানো হয়।