নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঐতিহাসিক খড়মপুর কেল্লা শাহ (রাঃ) এর পবিত্র ওরশ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১০ আগষ্ট) থেকে আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে। ওরসে লাখ লাখ ভক্ত আশেকানের পদ চারনায় মুখরিত খড়মপুর মাজার।
উরশে এসে মো. রতন শাহ (৬৫) নামে এক ভক্তের স্ট্রোক করে মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে রতন শাহ স্ট্রোক করলে পরিবারের লোকজন তাকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেে নিয়ে যান। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত রতন শাহ ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের উত্তর লক্ষীপুর গ্রামের মৃত আরব আলী শাহ ছেলে। রতন শাহ পরিবার পরিজন নিয়ে সকালে খড়মপুর কেল্লা শাহ মাজারে আসেন। সারাদিন মাজারে অবস্থান করে সন্ধ্যায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরিবারের লোকজন সাথে থাকায় এ্যাম্বুলেন্সে করে রতন শাহ এর গ্রামের বাড়ীর পথে রওয়ানা দিয়েছেন।
এ বিষয়ে আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম বলেন, ওই বৃদ্ধের মৃত্যু স্বাভাবিক ভাবে হয়েছে। পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হলে মরদেহ তার গ্রামের বাড়িতে নিয়ে যায়।