ব্রাহ্মণবাড়িয়ার দুই উপজেলায় পাগলা কুকুরের কামড়ে নারী ও শিশুসহ ২৫জন আহত হয়েছেন। রোববার (১৮ সেপ্টেম্বর) বিকেলে নবীনগর উপজেলার বড়াইল ও আশুগঞ্জ উপজেলার লালপুর, শরীফপুর ও দক্ষিন তারুয়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে প্রায়ই ১৫জন ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বাকীরা স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছেন। তবে তাৎক্ষণিক আহতদের নাম জানা যায়নি। উত্তেজিত জনতা ওই কুকুরকে মারার জন্য কুকুরের পিছে ছুটে বেড়াচ্ছেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আনিসুর হক জানান, হাসপাতালে যারা চিকিৎসা নিতে এসেছেন তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বেশ কয়েকজন গুরুত্বর ভাবে আহত হয়েছে। তাদেরকে কয়েকজনকে হাসপাতালে ভর্তি রেখেছি। হাসপাতালে পর্যাপ্ত পরিমান ভ্যাকসিন সাপ্লাই আছে৷ তাদের দেওয়া হচ্ছে।
নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বলেন, হাসপাতাল সূত্রে জেনেছি বিকেল ৪টা থেকে একটি পাগলা কুকুর বড়াইলের আশেপাশের কয়েকটি এলাকার কিছু মানুষকে কামড়ে আহত করেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, কুকুর কামড়ানোর কোন ঘটনা পুলিশকে জানানো হয়নি। তবে খোঁজ নিয়ে বিস্তারিত বলা যাবে।
ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ জানান, হাসপাতালে পর্যাপ্ত ভ্যাকসিন সরবরাহ আছে। আহতদেরকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে।