ব্রাহ্মণবাড়িয়ায় রেলস্টেশন থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া, 26 December 2024, 10 বার পড়া হয়েছে,

মো. আজহার উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া গঙ্গাসাগর রেলস্টেশন থেকে অজ্ঞাতনামা (৪০) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৫ নভেম্বর) বিকালে ৪টার দিকে আখাউড়া গঙ্গাসাগর রেলস্টেশনে এই ঘটনা ঘটে।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার বিকালে আখাউড়া গঙ্গাসাগর রেলস্টেশনের কি:মি নং- ১৯৬ এর মধ্য থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। পরে লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে মর্গে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, ওই নারীর লাশের পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে ফিঙ্গারপ্রিন্ট নিতে বলা হয়েছে। অজ্ঞাত নারীর পরিচয় শনাক্ত না হলে ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর লাশটি দাফন করবে।