একাত্তর টেলিভিশনে প্রতিবেদন প্রকাশের পর লেখক ইসমোনাকের পাশে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক

ব্রাহ্মণবাড়িয়া, 12 March 2024, 54 বার পড়া হয়েছে,
মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : টটোগ্রাম ধারার বিরল প্রতিভার অধিকারী নাজমুল কবির ইকবালের (ছদ্দনাম ইসমোনাক) পাশে দাঁড়িয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হাবিবুর রহমান।
গত ২৯ ফেব্রুয়ারী লেখক ইসমোনাককে নিয়ে একাত্তর টেলিভিশনে একটি প্রতিবেদন প্রকাশের পর এটি জেলা প্রশাসকের দৃষ্টি গোচর হয়। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক তার কার্যালয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে নাজমুল কবির ইকবালের হাতে নগদ ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা তুলে দেন।
এসময় তিনি জানান, এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রীর কাছে তার সাহায্যের আবেদনটিও পাঠিয়ে দেয়া হয়েছে। লেখক ইসমোনাক তার পাশে থাকার জন্য জেলা প্রশাসক ও একাত্তর টেলিভিশন কর্তৃক্ষকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য ক বর্ণ দিয়ে ২৮ হাজার শব্দ দিয়ে ৩ টি
গল্পগ্রন্থ রচনা করে তিনি ব্যাপক সাড়া ফেলেছেন।