ব্রাহ্মণবাড়িয়ায় ঠোঁটকাটা ও তালু কাটা প্লাস্টিক সার্জারী ক্যাম্পের উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়া, 9 February 2024, 36 বার পড়া হয়েছে,
মোঃ নিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় রোটারী ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া তিতাসের আয়োজনে বিনামূল্যে ঠোঁটকাটা ও তালু কাটা প্ল্যাস্টিক সার্জারী ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার ৮ ফেব্রুয়ারি সকালে শহরের ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজে হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের চেয়ারম্যান ডাঃ আবু সাইদ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিশু বিশেষজ্ঞ ডাঃ মনির হোসেন ,রোটারি ক্লাবের সাবেক সভাপতি নজরুল ইসলাম শাহজাদা, রোটারি ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া তিতাসের সাধারন সম্পাদক জুয়েল রহমান প্রমূখ।
এ সময় অপারেশন পরিচালনা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল ইউনিভার্সিটির প্রাক্তন সহযোগী অধ্যাপক ( প্ল্যাস্টক সার্জারী বিভাগ) ডা. শরীফ হাসান।
এ সময় জানানো হয় আগামী তিন মাসে প্রায় দের শতাধিক ঠোট কাটা তালু কাটা রোগীকে অপারেশনের মাধ্যমে চিকিৎসা করা হবে বলে।