মো. রুবেল মিয়া : সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি”এই স্লোগান কে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে মহাসড়কে নিরাপত্তা , চুরি, ডাকাতি ও সড়ক দূর্ঘটনা রোধকল্পে জনসচেতনতা মূলক বিট পুলিশিং কার্যক্রম ও সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ অক্টোবর, সোমবার সকালে খাঁটিহাতা হাইওয়ে থানার আয়োজনে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সেকেন্ড গেইটের পাশে এক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চৌধুরী (বাদল) এর সভাপতিত্বে ও খাঁটিহাতা হাইওয়ে থানার এএসআই জুনায়েদ এর যৌথ সঞ্চলনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সুখেন্দু বসু।এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ৬নং ওয়াডের মেম্বার মালেক মিয়া , শাহ আলম মিয়া, হাজী রমজান আলী জুয়েল,আরজু মিয়া,হাকিম মিয়া প্রমুখ।
উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, শ্রমিক, পুলিশ সদস্যগণ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমূখ।
পরে ব্রাহ্মণবাড়িয়া খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সুখেন্দু বসু পুলিশের বিট পুলিশিং সভা শেষে মহাসড়কের উপর অবৈধভাবে গাড়ি পার্কিং ও ফুটপাতে অবৈধভাবে গড়ে উঠা দোকান উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেন।