‘সবই মিছে’ -মাশরেকী শিপার

সাহিত্য, 25 November 2021, 359 বার পড়া হয়েছে,

‘সবই মিছে’

মাশরেকী শিপার

এইতো সেদিন এসেছিনু ধরা’পরে
সীমাহীন স্বপ্ন ছিলো মোর হৃদয় জুড়ে,
পিছুপানে চেয়ে দেখি কেটে গেছে সময়
ফিরে যেতে হবে পুনঃ চিরন্তন ঠিকানায়।
স্বপ্নের ঘোরে অজান্তেই চলেছিনু পথ
নদীর মতো বয়ে চলেছি ছিলো ভিন্ন মত,
আপনারে করেছি আবিষ্কার অনন্ত সৃষ্টি মাঝে
রূপ-রস গন্ধে ভরা পৃথিবীর’পরে নতুন সাজে,
যেথা’ আছে শুধু প্রেম নাহি হিংসা-বিদ্বেষ
স্বর্গের সুষমায় ভরে রয় হৃদয় শেষ হয়না রেশ,
বুঝেছিনু সবই মিছে আমার আমি বিনে
মিছেই সেধেছি রাগিণী পৃথিবীর কাননে।

[মাশরেকী মঞ্জিল
২৫/১১/২০২১ইং]