‘কামাল’ — হুমায়ুন কবির

সাহিত্য, 13 May 2025, 23 বার পড়া হয়েছে,

সোজা সরল মানুষ বটে
হৃদয় খানি সাদা,
পরচর্চা করার মত
অন্তর নাই কাদা।

পিছনে যে কয়না কথা
কামাল স্বভাব খানা,
মিষ্টি ভাষি মুখে হাসি
শহরজুড়ে জানা।

ভালো থাকুন বন্ধু স্বজন
জীবন নদীর তীরে,
ধ্রুব হয়ে বেঁচে থাকুন
হাজার জনের ভীড়ে।

(সাংবাদিক আদিত্ব্য কামাল এর জন্মদিনে উৎসর্গ করে লিখা)