ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৯টি কাজের টেন্ডারে সিডিউল জমা পড়লো ৬২৫টি

ব্রাহ্মণবাড়িয়া, 10 November 2022, 80 বার পড়া হয়েছে,
নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাড়ে ৩ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন কাজের জন্য দরপত্র জমা নেওয়া হয়েছে। মঙ্গলবার (৮ নভেম্বর) বিকেল দরপত্র বাক্স খোলার পর দেখা যায় ৯টি কাজের জন্য ৬২৫টি দরপত্র (সিউিউল) জমা পড়েছে। এতে পৌর সভার আয় হয়েছে প্রায় সাড়ে আট লাখ টাকা।

খোঁজ নিয়ে জানা যায়,কয়েক বছর যাবত খুব একটা উন্নয়ন কাজ হচ্ছিল না ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায়। যে কারণে পৌর এলাকার রাস্তাঘাটসহ ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশা।

পৌরসভা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ি, মঙ্গলবার নয়টি কাজের দরপত্র (সিউিউল) জমা নেওয়ার পর খোলা  হয়েছে। এসব কাজের বিপরীতে বিক্রি হয়েছে মোট ৬২৫টি সিডিউল। এসব কাজ করতে পৌরসভার ব্যয় করবে প্রায় সাড়ে তিন কোটি টাকা। আর সিডিউল বিক্রি করেই আয় হয়েছে প্রায় সাড়ে আট লাখ টাকা।

সূত্র মতে, মেড্ডা তিতাস পাড়া থেকে তিতাস নদী পর্যন্ত ৬৩ লাখ ৬৮ হাজার টাকা ব্যয়ে রাস্তা ও ড্রেন নির্মাণের জন্য ৯০টি, ৯৫ লাখ টাকা ব্যয়ে মুক্তিযোদ্ধা আলী আজম সড়ক সংস্কারে দু’টি আলাদা কাজে ১৪২টি, ২১ লাখ টাকা ব্যয়ে পোদ্দার বাড়ি সড়ক সংস্কার কাজের জন্য ৬৭টি, ১৬ লাখ টাকা ব্যয়ে পীরবাড়ি মোড় থেকে সৎসঙ্গ বিহার রোড সংস্কারের কাজের জন্য ৬৪টি, ৩৭ লাখ টাকা ব্যয়ে মসজিদ রোড থেকে মহাদেবপট্টি সড়ক নির্মাণ কাজের জন্য ৬৯টি, সাত লাখ টাকা ব্যয়ে টাউন খালের পাশ উন্নয়ন কাজের জন্য ৫৯টি, শিমরাইলকান্দি চাষি ভবন থেকে বিএডিসি গেট পর্যন্ত ৫০ লাখ টাকা ব্যয়ে ড্রেন ও সড়ক নির্মাণ কাজের জন্য ৬৯টি, ভাদুঘর ফাটা পুকুর পাড়ের ড্রেন ও সড়ক নির্মাণের ৩৬ লাখ টাকা কাজের ৬৫টি সিডিউল বিক্রি হয়। এতে আয় হয়েছে আট লাখ ৫৬ হাজার টাকা, যা অফেরতযোগ্য। এক সপ্তাহের মধ্যে এসব সিডিউল যাচাই বাছাই করা হবে।
দরপত্র উন্মুক্ত কমিটির সাধারন সম্পাদক উপ-সহকারি প্রকৌশলী সুমন দত্ত কাজ ও সিডিউল বিষয়ে তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পৌরসভার কাজের দরপত্র আহবান করলে অনেক ঠিকদারই এতে অংশ নেন। -(সরোদ)