আইন, বিচার ও সংসদ বিষয়মন্ত্রী আনিসুল হক বলেছেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আখাউড়ায় কাউকে দলীয় প্রতীক নৌকা দেওয়া হবে না। যার যে পদে ইচ্ছুক নির্বাচন করতে পারবেন।
শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে আইন মন্ত্রী আনিসুল হক এ কথা জানান।
বর্ধিত সভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে মন্ত্রী আরও বলেন, ইউপি নির্বাচনে আখাউড়ায় কাউকে দলীয় প্রতীক নৌকা দেওয়া হবে না। যার যে পদে ইচ্ছুক নির্বাচন করতে পারবে। তবে জনসমর্থনের ভিত্তিতে নির্বাচন করবেন। মনে রাখবেন ব্যক্তির চেয়ে দল বড়, দল থেকে দেশ বড়। জনগণ যাতে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে তাই দলীয় প্রতীক ছাড়া নির্বাচন দেওয়া হয়েছে। নির্বাচনে কোন কারচুপি করার সুযোগ দেওয়া হবে না। শৃঙ্খল ও সুষ্ঠু নির্বাচন করা হবে। নির্বাচনকে কেন্দ্র কোন বিশৃঙ্খলার সৃষ্টি করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এসময় উপজেলার সকল ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান, সদস্য, মহিলা সদস্য সহ আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া আখাউড়া উপজেলার ৫টি ইউনিয়নে নির্বাচনে ইতিমধ্যে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।