জিল্লুর রহমান উচ্চ বিদ্যালয়ে এনটিআরসিএর সুপারিপ্রাপ্ত ৪ জন শিক্ষক নিয়োগ 

শিক্ষাঙ্গন, 2 September 2025, 128 বার পড়া হয়েছে,
এহসানুল হক রিপন,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা জিল্লুর রহমান উচ্চ বিদ্যালয় সুহিলপুর এনটিআরসিএর সুপারিশ প্রাপ্ত ৪ জন শিক্ষক নিয়োগ প্রদান করা হয়েছে।  নবাগত শিক্ষকরা  হলেন  সৈয়দা সামিয়া আক্তার সহকারী শিক্ষক ( গার্হস্থ্য অর্থনীতি),  লিপিকা রাণী দাস সহকারী শিক্ষক ( বাংলা) , আব্দুর রাজ্জাক সহকারী শিক্ষক ( ভৌত বিজ্ঞান ),  মো: এমদাদুল হক সহকারী শিক্ষক ( ইসলাম  শিক্ষা)।  উক্ত অনুষ্ঠানের  বিদ্যালয়ের  প্রধান   শিক্ষক মাহবুবুর রহমান এর সভাপতিত্বে
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন  মাহমুদুল হক রিপন। জিল্লুর রহমান উচ্ছ বিদ্যালয়ের ম্যানেজিং ( এডহক)   কমিটির  সভাপতি ও আল আরাফা ইসলামী ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ  ভাইস প্রেসিডেন্ট মো: শরিফ চৌধুরী মোবাইল ভিডিও কনফারেন্স  মাধ্যমে   নবাগত শিক্ষকদের বরণ করেন।  মো: নুরুল ইসলাম অভিভাবক সদস্য এডহক কমিটি।  অন্যান্য   শিক্ষকের মধ্যে  উপস্থিত ছিলেন  সিনিয়র শিক্ষক আখতার হোসেন, সিনিয়র শিক্ষক বাবু  কৃষ্ণ কুমার দত্ত, মাসুদুর রহমান, মোঃ আব্দুর রহিম , মোছাম্মৎ মমতাজ বেগম, মোহাম্মদ জাফর ইকবাল , ওবাইদুর রহমান , জাকিরুল ইসলাম, আসলাম উদ্দিন , ইসরাত জাহান, রোমানা আক্তার  ও নির্মল চন্দ্র সরকার প্রমুখ।বক্তারা  নবাগত শিক্ষকদের উদ্দেশ্য বলেন আমরা  শিক্ষকরা সবাই এক সাথে কাজ করব যাতে করে স্কুলের  ছাত্র,ছাত্রীরা ভালো রেজাল্ট করতে পারে। আমাদেরকে  স্কুলের সুনাম ধরে রাখতে হবে।   অভিভাবকরা তাদের সন্তানদেরকে আমাদের উপর  অর্পিত  দায়িত্ব দিয়েছেন  তা যেন আমরা সম্মানের সহিত  ধরে রাখতে পারি।
উল্লেখ ৪ জন শিক্ষক উক্ত বিদ্যালয়ে  নিয়োগ পেয়েছেন ৬ জন শিক্ষক আনুষ্ঠানিক ভাবে বিদায়  নিয়েছেন।