ব্রাহ্মণবাড়িয়ায় রেস্তোরাঁ মালিক সমিতির আহ্বায়ক কমিটি গঠন

ব্রাহ্মণবাড়িয়া, 24 August 2025, 81 বার পড়া হয়েছে,

মো. আজহার উদ্দিন,ব্রাহ্মণবাড়িয়া : বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নতুন ১০৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) রাত ৯টায় শহরের মসজিদ রোডস্থ ক্বারী হোটেলের চতুর্থ তলায় অনুষ্ঠিত এক জরুরি সভায় সর্বসম্মত সিদ্ধান্তে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন এস. এম. সাদেক মিন্টু এবং সঞ্চালনা করেন মো. হৃদয় কামাল।

সভায় বক্তব্য রাখেন এডভোকেট মো. আরিফুল হক মাসুদ, আবদুল হালিম, আবদুল মালেক, রুহুল আমিন সেলিম, পবিত্র পাল, চয়ন মোদক, মাহবুব চৌধুরী উজ্জ্বল, কবীর আহমেদ, সাফায়েত আমীনসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।

দীর্ঘদিন ধরে জেলা রেস্তোরাঁ মালিক সমিতির কোনো পূর্ণাঙ্গ কমিটি না থাকায় কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এ সময় এস. এম. সাদেক মিন্টুকে আহ্বায়ক ও এডভোকেট মো. আরিফুল হক মাসুদকে সদস্যসচিব করা হয়।

কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান আবদুল হালিম, আবদুল মালেক, রুহুল আমিন সেলিম, আবুল কালাম খান, অসীত মোদক পল্টু, মো. হৃদয় কামাল, মিন্টু মোদক, পবিত্র পাল, দুলাল মোদক, সাইফুল ইসলাম খান ও মাহবুব চৌধুরী উজ্জ্বল। এছাড়া মো. রাশেদুল হককে কমিটির ১নং সদস্য হিসেবে রাখা হয়েছে।

বক্তারা আশা প্রকাশ করেন, নতুন কমিটি গঠনের মাধ্যমে জেলার রেস্তোরাঁ মালিকদের ন্যায্য অধিকার আদায়, স্বার্থ সংরক্ষণ এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে।