মোঃ নিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল (জেলা সদর হাসপাতাল) পরিদর্শন করলেন চট্রগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. অং সুই প্রু মারমা।
সোমবার (১৮ নভেম্বর) রাত ৮টার দিকে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) হাসপাতাল পরিদর্শনে গিয়ে বলেন, অতি শিগগীরই হাসপাতালে রোগীদের সেবা নিশ্চিত করতে আরও প্রকল্প বাস্তবায়ন করা হবে।
পরিচালক (স্বাস্থ্য) ডা. অং সুই প্রু মারমা বলেন, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় রোগী ও ডাক্তারদের আবাসন সমস্যা আছে সেগুলো নিয়ে খুব দ্রুত কাজ শুরু করবো।
তিনি আরও বলেন, রাজধানীসহ দেশের বড়বড় বিভাগীয় শহরের রোগীর চাপ কমাতে পর্যায়ক্রমে প্রতিটি জেলার হাসপাতালের স্বাস্থ্যখাতকে উন্নত করার জন্য কাজ করছে স্বাস্থ্য মন্ত্রনালয় ও স্বাস্থ্য বিভাগ। প্রধান প্রধান জেলাগুলোতে মেডিক্যাল কলেজ করার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ইতোমধ্যে বেশ কয়েকটি প্রকল্প হাতে আছে। অতিদ্রুত সেগুলো বাস্তবায়ন করা হবে।
হাসপাতাল পরিদর্শনের সময় আগত সেবা গ্রহীতাদের সঙ্গে কথা বলেন এবং সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন। এসময় তিনি স্বাস্থ্য সেবার মান বৃদ্ধি ও রোগীদের চিকিৎসা সুনিশ্চিত করার লক্ষ্যে হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মকর্তাদের সাথে আলোচনা করেন৷
এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মো. নোমান মিয়া, ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালী, সহকারী পরিচালক ডা. শাখাওয়াত হোসেন শামীম, আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সুমন ভূইয়া ও ড্যাবের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মো. আখতার হোসেন ও ডা. হিমেল খান প্রমূখ।